সিড়র প্রতিবেদন
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি। তার হঠকারী রায়ে গুম, খুন, লুণ্ঠনসহ সকল অপকর্মের লাইসেন্স পেয়েছিল রাজনৈতিক মাফিয়ারা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ কর্তৃক সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতারের পর এক ফেসবুক স্ট্যাটাসে একথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, অপেক্ষায় রইলাম...। এবিএম খাইরুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি। এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতোপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল।
তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন- এই আশাই রাখি।
প্রকাসক ও সম্পাদক: এইচ এম মইনুল ইসলাম
মোবাইল: ০১৭১৫৫৬৮৩৯৬ ০১৯১৫৫৬৮৩৯৬
সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয় :
বাগেরহাট অফিস: জাহানারা খাতুন ভবন, ২য় তলা, হোল্ডিং নং-২, মিঠাপুকুরপাড়, বাগেরহাট।
মোরেলগঞ্জ অফিস: সিডর ভবন। মেইন রোড, মোরেলগঞ্জ, বাগেরহাট
ইমইেল: morel.sidr@gmail.com