ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার ও যুব মহিলা লীগ নের্তী বিভা রানী বিশ্বাস। সম্পর্কে তারা আপন ২ বোন।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৩ মে প্রতীক পেতে যাচ্ছে এই ২ বোন সহ মনোনয়নপত্র দাখিল করা আরো ২ প্রার্থী। তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা ও শিলা রানী মন্ডল।
প্রকাসক ও সম্পাদক: এইচ এম মইনুল ইসলাম
মোবাইল: ০১৭১৫৫৬৮৩৯৬ ০১৯১৫৫৬৮৩৯৬
সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয় :
বাগেরহাট অফিস: জাহানারা খাতুন ভবন, ২য় তলা, হোল্ডিং নং-২, মিঠাপুকুরপাড়, বাগেরহাট।
মোরেলগঞ্জ অফিস: সিডর ভবন। মেইন রোড, মোরেলগঞ্জ, বাগেরহাট
ইমইেল: morel.sidr@gmail.com