বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জুলাই গনঅভ্যুথান দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই আয়োজন করে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টায় বাগেরহাট দড়াটানা সেতু টোল প্লাজায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
উদ্বোধন ঘোষনার সাথে সাথেই শুরু হয় দৌড়। ম্যারাথনে অংশগ্রহনকারীরা শহররক্ষা বাঁধ দিয়ে দৌড়ে শহীদ মিনারের সামনে দিয়ে স্বাধীনতা উদ্যানে আসেন।দীর্ঘ দৌড়ে প্রথম স্থান অধিকার করেন।
পরে স্বাধীনতা উদ্যানে প্রথম থেকে দশমস্থান অর্জনকারীদের মাঝে মেডেল ও পুরুস্কার বিতরণ করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা এস.এম সাদ্দাম হোসেনসহ শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন।