সিড়র ডেস্ক
বাগেরহাটের মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রশাসনিক চত্বরে এলাকায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এই মানববন্ধনে অংশগ্রহন করেণ।
মানববন্ধনে বক্তব্য দেন, মোরেলগঞ্জ মডেল একাডেমির শিক্ষক মো. নাহিদ ইসলাম, লাইসিয়াম একাডেমির শিক্ষক সালমা আক্তার, জেকে একাডেমীর দেব কুমার, শিক্ষার্থী নাবিলা তাবাচ্ছুম, হৃদয় হোসেন, শাহাদাত-উর-রহমান, আব্দুল্লাহ আল খালিদ প্রমুখ।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বছরের শুরুতেই সরকারিভাবে বিনামূল্যে বই প্রদান করা হয়। ৫ম শ্রেনিতে সরকারি প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ গ্রহন করেন শিক্ষার্থীরা। সম্প্রতি প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রনালয়ের এক নির্দেশনায় এ বিদ্যালয়গুলোর ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। শিক্ষাক্ষেত্রে একই মন্ত্রনালয়ের দুই নিয়ম এবং বৈষম্য কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের হতাশ করেচে। ইতোপূর্বে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় যেভাবে অংশ গ্রহন করেছে, এবারও একই নিয়মে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান মাববন্ধনকারীরা।
জেকে একাডেমী‘র প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, সরকারি সকল নিয়মকানুন মেনে কিন্ডার গার্টেনগুলো পরিচালিত হয়। বিগত দিনগুলোতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছে। ৫ম শ্রেনির বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের একটি স্বপ্ন থাকে। এটা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করাটা খুবই অন্যায়। আমরা সরকারের কাছে আবেদন জানাব সরকার যাবে পূর্বের ন্যায় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ দেওয়ার দাবি জানান এই শিক্ষক।